গাজীপুরে চাকরি খুঁজতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

গাজীপুরে চাকরি খুঁজতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

প্রথম নিউজ, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকায় চাকরি খুঁজতে গিয়ে বাসের ধাক্কায় রোকসানা আক্তার (২৭) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকসানা আক্তার গাইবান্ধার সাদুল্লাপুর থানার ছোট ছত্রগাছা এলাকার ওসমান শেখের মেয়ে। তিনি চাকরির সন্ধানে গ্রামের বাড়ি থেকে গাজীপুরে আসেন।

নাওজোর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, চাকরির সন্ধানে কালিয়াকৈরে বোনের ভাড়া বাসায় আসেন রোকসানা আক্তার। দুপুরে তিনি কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।