গুলিস্তানে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু
প্রথম নিউজ,অনলাইন: রাজধানীর গুলিস্তানের স্কয়ার মার্কেটের সামনে ছিনতাইয়ের অভিযোগে এক যুবকের গণপিটুনিতে মৃত্যু হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক (২৫) বছর।
রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটে।
খবর পেয়ে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত পাল তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
জরুরী বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সী সেন্টার (ওসেক) চিকিৎসারত অবস্থায় রাত ৯টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।






