দিনাজপুরে বাস-পিকআপ সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের

আজ রবিবার  ভোর সাড়ে ৫টায় উপজেলার আলাদিপুর ইউনিয়নের ভিমলপুর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দিনাজপুরে বাস-পিকআপ সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের
দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান

প্রথম নিউজ,দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আজ রবিবার  ভোর সাড়ে ৫টায় উপজেলার আলাদিপুর ইউনিয়নের ভিমলপুর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দুর্গাপুর গ্রামের জেনটুওয়ালীর ছেলে পিকআপচালক অলিউল্লা (২৩), একই উপজেলার মরারচর গ্রামের সেতাবুর রহমানের ছেলে পিকআপচালকের সহকারী আজিজুর রহমান নিশান (২৪) ও পিকআপের যাত্রী ফুলবাড়ী উপজেলার রাজারামপুর ঘাটপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মোতাসিম বিল্লাহ (২৫)।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে টমেটো নিয়ে একটি মিনি পিকআপ রাজশাহীতে যাচ্ছিল। পথিমধ্যে ভোরে ভিমলপুর মির্জা অটো রাইস মিলের সামনে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচরে যায় এবং ভেতরে থাকা চালক, তার সহকারী ও এক যাত্রী মারা যান। দুর্ঘটনার পর বাস নিয়ে চালক পালিয়ে গেছে। খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হবে। নিহতদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom