নায়াপল্টন ও আশেপাশের এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ

নায়াপল্টন ও আশেপাশের এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ

প্রথম নিউজ, ঢাকা:ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশেপাশের এলাকায় ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে না। বেলা পৌনে বারোটার পর হঠাৎ করেই এই সেবা বন্ধ পাওয়া যাচ্ছে। ফলে সংবাদকর্মীরা ভোগান্তিতে পড়ছেন। নেতাকর্মীরাও লাইভ করতে পারছেন না। তবে বিএনপির নিজস্ব ব্যাবস্থাপনায় ব্রডব্যান্ড ব্যাবস্থা চালু করে দলের ভেরিফাই ফেসবুকে লাইভ করতে পারছেন বলে জানা গেছে।

বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী সমকালকে জানান, দুপুরের আগে থেকেই মহাসমাবেশ এলাকায় নেট সুবিধা বিচ্ছিন্ন করা হয়েছে বলে সংবাদকর্মীরা ভোগান্তিতে পড়েছেন। এই সরকার ফ্যাসিবাদি কায়দায় নাগরিক অধিকার ক্ষুন্ন করেছে। রাষ্ট্রের কাজ নাগরিকের অধিকার রক্ষা করা কিন্তু এই সরকার সবসময়ে তার উল্টোটা করছে। ভোটাধিকার কেড়ে নিয়েছে, গণতন্ত্র হরণ করেছে, সকল মানবাধিকার ধ্বংস করেছে।