ফ্ল্যাটে মিললো বাংলা সিরিয়ালের নায়িকার ঝুলন্ত মরদেহ
কলকাতার বাংলা সিরিয়ালের নাটকের অভিনেত্রীর পল্লবী দে
প্রথম নিউজ, ডেস্ক : কলকাতার বাংলা সিরিয়ালের নাটকের অভিনেত্রীর পল্লবী দে। আজ সকালে গড়ফার আবাসন থেকে তার ঝুলন্ত অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার পাওয়া যায়। অভিনেত্রী পল্লবী দে ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকে সিরাজের লুৎফা-র চরিত্রে অভিনয় করেছিলেন। এই চরিত্রের জন্য তিনি জনপ্রিয়ও হয়ে ওঠেন এই অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, অভিনেত্রীর পল্লবী দে গড়ফার ওই ফ্ল্যাটে প্রেমিকের সঙ্গে থাকতেন। রোববার সকালেই তার ফ্ল্যাট থেকে তাকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেন তার প্রেমিক। তিনিই পুলিশকে খবর দেন। পুলিশ অভিনেত্রীর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
‘রেশম ঝাঁপি’ নামে ধারাবাহিকেও তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল। বর্তমানে ‘মন মানে না’ নামে একটি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন পল্লবী।
টলিউডে পল্লবীর যাত্রা খুব বেশি দিন হয়নি। ‘কুঞ্জছায়া’ নামে একটি ধারাবাহিকেও তিনি অভিনয় করেছিলেন। পল্লবীর আকস্মিক মৃত্যুর খবরে শোকাহত তার সহকর্মীরা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews






