২০২১-২২ সেশনের কৃষিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের কলম ও ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বাকৃবি ছাত্রদল
প্রথম নিউজ, বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ (বাকৃবি) ৮টি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের কৃষিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় আজ ১০ সেপ্টেম্বর। এবার ভর্তি পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে ১২৫০০ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। শিক্ষার্থীদের সুবিধার জন্যে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পরীক্ষার অঞ্চল, আসনবিন্যাস, রুম নম্বর সম্বলিত ব্যানারের ব্যবস্থা করা হয়। এতে সহজেই তারা তাদের আসন খুঁজে পায়। এছাড়াও শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজসহ মোট ১০টি কেন্দ্রে সকাল সাড়ে এগারোটায় একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা যায়, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা করার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠন স্টল তৈরি করে। এছাড়া বিভিন্ন বিভাগীয় ও জেলা সমিতি এবং অনুষদের পক্ষ থেকে স্টল বসানো হয়। এদিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আগত পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা মিছিল এবং তাদের মাঝে কলম এবং ঠান্ডা পানি বিতরণ করে জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা। উক্ত শুভেচ্ছা মিছিলের উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোঃ আতিকুর রহমান, সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক এ এম সোয়াইব, তরিকুল ইসলাম তুষার সদস্য আল আমিন, স্বপ্নীল,মেহেদী হাসান সহ প্রায় শতাধিক নেতা কর্মী।
এ সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে আগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews






