২০ হাজার টাকায় বিক্রি করা হয় শিশুটি

২০ হাজার টাকায় বিক্রি করা হয় শিশুটি
২০ হাজার টাকায় বিক্রি করা হয় শিশুটি

প্রথম নিউজ, চট্টগ্রাম:  চট্টগ্রাম নগর থেকে চুরি হওয়া শিশু ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন কাউসার হোসেন, গোলাম হোসেন ও লাকী আক্তার। আজ বৃহস্পতিবার তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, শিশুটিকে ২০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়েছিল। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, গত ২২ নভেম্বর নগরের পাহাড়তলী অলংকার মোড় থেকে ১১ মাস বয়সী শিশুটিকে মায়ের কোল থেকে কৌশলে নিয়ে যান কাউসার। শিশুটিকে কেরানীগঞ্জে নিয়ে কয়েক দিন রাখেন। পরে সেখানকার গোলাম–লাকী দম্পতির কাছে ২০ হাজার টাকায় বিক্রি করে দেন তিনি। শিশুটির পরিবার গত বুধবার পাহাড়তলী থানায় অভিযোগ দেওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে কেরানীগঞ্জ থেকে শিশুটিকে উদ্ধার করে।

ওসি আরও বলেন, ঘটনার পর শিশুটির মা গ্রামের বাড়ি যশোরে চলে যান। পরে স্বজনদের নিয়ে থানায় মামলা করতে থানায় আসেন। কিছুদিন আগে যশোর থেকে চাকরির খোঁজে চট্টগ্রামে এসেছিলেন শিশুটির মা ফাতেমা বেগম। গ্রেপ্তার কাউসার চাকরির কথা বলে শিশুটির মাকে অলংকার মোড়ে নিয়ে যান। সেখান থেকে শিশুটিকে নিয়ে পালিয়ে কেরানীগঞ্জ চলে যান।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom