অশুভ উদ্দেশ্যে বিএনপি নেতা রাব্বিকে তুলে নেওয়া হয়েছে: রিজভী
গতকাল সোমবার এক বিবৃতিতে রুহুল কবির রিজভী বলেন, আমি আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক এই ধরণের ভয়াবহ অমানবিক কর্মকান্ডে গভীর উদ্বেগ প্রকাশ করছি।
প্রথম নিউজ, অনলাইন: কাফরুল থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬ নং ওয়ার্ড বিএনপির মনোনীত কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান রাব্বি গতকাল সোমবার দুপুর ১২ টায় মিরপুর ১১ নম্বরের ইসলামী হাসপাতালে তার অসুস্থ মাকে ভর্তি করাতে গেলে হাসপাতালের সামনে থেকে সাদা পোশাকধারি আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে যাওয়ার পর এখনও পর্যন্ত তার কোনো হদিস দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, নিশিরাতের নির্বাচনের পরও সরকার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ভয় পাচ্ছে। অজানা আতঙ্কে সবসময় উদ্বিগ্ন থাকছে। তাই গুম, গ্রেফতার, মিথ্যা মামলা, বিচার বহির্ভূত হত্যা ও গ্রেফতারের পর অস্বীকার করার মতো নিষ্ঠুর কাজ অব্যাহত রেখেছে। বিরোধী দলশুন্য না করলে নব্য বাকশালী শাসন ব্যবস্থা কায়েম করা যাবে না। সেজন্য বিরোধী দল ও মত প্রকাশের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে হরণ করতেই বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের অদৃশ্য করা হচ্ছে।
তিনি আরও বলেন, কাফরুল থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাব্বিকে তুলে নিয়ে যাওয়া অশুভ উদ্দেশ্যপ্রণোদিত ও বিপজ্জনক কোনো কিছু ঘটারই ইঙ্গিতবাহী। বিরাজমান পরিস্থিতিতে দেশের মানুষ দুঃশ্চিন্তাগ্রস্ত, জনগণ অশান্তি ও গভীর শংকার মধ্যে দিন যাপন করছে। হাবিবুর রহমান রাব্বি নিখোঁজ থাকার ঘটনায় তার পরিবার ও বিএনপি নেতাকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন। আমি অবিলম্বে তাকে জনসমক্ষে হাজির করার জন্য আহবান জানাচ্ছি। কারণ তাকে সরকারের এজেন্সিগুলোই তুলে নিয়ে গেছে। সুতরাং তাদেরকেই হাবিবুর রহমান রাবিকে ফেরত দিতে হবে।






