আব্দুল হামিদের দেশত্যাগের প্রতিবাদ: স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা
প্রথম নিউজ, অনলাইন: ফ্যাসিবাদ আমলের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আবদুল হামিদের অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় দেশ ছাড়ার প্রতিবাদ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দিয়েছে যুব অধিকার পরিষদ। বৃহস্পতিবার (৮ মে) বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে সচিবালয় অভিমুখে রওনা করবে যুব অধিকার। এতে উপস্থিত থাকবেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুনসহ নেতারা।






