উধাও সাদিকা পারভীন পপি

উধাও সাদিকা পারভীন পপি
উধাও সাদিকা পারভীন পপি

প্রথম নিউজ, অনলাইন বিনোদনগত বছরের শুরু থেকেই আড়ালে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার উপস্থিতি নেই। তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ রয়েছে। হঠাৎ অন্তরালে চলে যাওয়ায় চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন শুরু হয়েছে- বিয়ে ও সন্তানের মা হয়েছেন পপি।  যদিও এ বিষয়ে নায়িকার কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে উধাও পপি নিজ থেকেই হয়েছেন। কারণ মধ্যে ভিডিও বার্তায় শিল্পী সমিতির ভোট চেয়েছিলেন তিনি। পাশাপাশি জায়েদ খানের বিরুদ্ধে নানা অভিযোগও আনেন। এরপর আর কোথাও দেখা যায়নি এই নায়িকাকে। এদিকে তার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। আগামী ২৩শে ডিসেম্বর পপি অভিনীত ‘ডাইরেক্ট অ্যাটাক’ মুক্তি পাবে। তবুও আড়ালেই আছেন এ নায়িকা। সিনেমাটির পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, আমরা সিনেমাটি নিয়ে দু’তিন দিনের মধ্যেই প্রচারে যাবো। কিন্তু কোনোভাবেই পপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে আর সিনেমা করবে কিনা সেটাও জানি না। সিনেমার নায়িকা প্রচারে না থাকলে হয়? পপি ছাড়া এখনো আমরা কিছুটা সিদ্ধান্তহীনতায় আছি। শেষ মুহূর্তে সে থাকবে কিনা জানা দরকার।

তিন বছর আগে ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমার শুটিং শুরু হয়। তখন এর নাম ছিল ‘সাহসী যোদ্ধা’। করোনার মধ্যেই সিনেমাটির শুটিং শেষ হয়। এক বছর আগেই সিনেমাটি সেন্সর সনদ পেয়েছে। সাদেক সিদ্দিকী বলেন, আমাদের বড় বাজেটের সিনেমাটি সম্পূর্ণ বাণিজ্যিক ও অ্যাকশন ঘরানার। এই সময়ের দর্শক গল্পটি পছন্দ করবেন। গল্পে তুলে ধরা হয়েছে সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদসহ বেশকিছু বার্তা। পরিচালক আরও জানান, ‘সিনেমার গল্প ও চিত্রনাট্য করেছেন কমল সরকার। পপির বিপরীতে রয়েছেন আমিন খান। এতে আরও অভিনয় করেছেন ইমন, শিরিন শিলা প্রমুখ। ২০১৯ সালে পপি অভিনীত সর্বশেষ সিনেমা ‘দ্য ডিরেক্টর’ মুক্তি পায়। তিন বছর পর পর্দায় ফিরছেন পপি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom