ঋণ শোধে ব্যর্থ হওয়ায় স্বামীর সামনেই স্ত্রীকে ধর্ষণ!

ইতোমধ্যে ৪৭ বছর বয়সি ওই মহাজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। খবর এনডিটিভির।

ঋণ শোধে ব্যর্থ হওয়ায় স্বামীর সামনেই স্ত্রীকে ধর্ষণ!

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ঋণ পরিশোধ করতে না পারায় এক ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মহাজনের বিরুদ্ধে। ভারতের মহারাষ্ট্রের পুনেতে ঘটেছে এ ঘটনা। চলতি বছরের ফেব্রুয়ারিতে এ ঘটনা ঘটেছে। ইতোমধ্যে ৪৭ বছর বয়সি ওই মহাজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। খবর এনডিটিভির।

পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অভিযুক্ত মহাজনের থেকে মোটা অঙ্কের টাকা ঋণ নিয়েছিলেন যুবক। আর্থিক অনটনে তা পরিশোধ করতে পারছিলেন না। এর পরই ধারালো অস্ত্র হাতে যুবকের বাড়িতে হামলা চালান মহাজন। খুনের হুমকি দেন যুবককে। এর পর যুবকের উপস্থিতিতেই তার স্ত্রীকে ধর্ষণ করেন বলে অভিযোগ। এমনকি তার স্ত্রীকে ধর্ষণের ভিডিও রেকর্ড করেন।

পরে তিনি তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। এর পর মুহূর্তেই তা ভাইরাল হলে ঘটনাটি নজরে আসে পুলিশের। দ্রুত তদন্ত শুরু হয়। গ্রেফতার করা হয় মহাজনকে। সাইবার ক্রাইমসহ একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনার আরও তদন্ত চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।