এনআইডি সার্ভারে অনুপ্রবেশ করলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
সম্প্রতি এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে মাঠ কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে বলে ইসি সূত্র নিশ্চিত করেছে।
প্রথম নিউজ অনলাইন: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারে কারও পাসওয়ার্ড ব্যবহার করে অন্য কেউ অনুপ্রবেশ করার ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধরনের ঘটনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়ী করে তাদের বিরুদ্ধেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে মাঠ কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে বলে ইসি সূত্র নিশ্চিত করেছে।
এছাড়া নিজের অ্যাকাউন্ট, পাসওয়ার্ড এবং ওটিপি কোনোক্রমেই অন্য কোনো কর্মকর্তা বা কর্মচারীর সঙ্গে শেয়ার না করার জন্য এবং লগইন করার সময় ইউজার-পাসওয়ার্ড ব্রাউজারে সেভ না করে রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।






