কাতার বিশ্বকাপ দল ঘোষণা জার্মানির

কাতার বিশ্বকাপ দল ঘোষণা জার্মানির
বিশ্বকাপ দল ঘোষণা জার্মানির

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করলো জার্মানি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের স্কোয়াডে রয়েছেন ১৭ বছর বয়সী স্ট্রাইকার ইউসুফা মুকোকো। বরুশিয়া ডর্টমুন্ডের এই খেলোয়াড় প্রথমবার জার্মান দলে ডাক পেলেন। তবে বাদ পড়েছেন ২০১৪ বিশ্বকাপজয়ী স্কোয়াডের সদস্য ম্যাট হামেলস। জায়গা হয়েছে ২০১৪ বিশ্বকাপ জয়ের নায়ক মারিও গোটসার। বায়ার্ন মিউনিখ থেকে ৭ জনকে বিশ্বকাপ স্কোয়াডে নিয়েছেন জার্মানির কোচ হ্যানসি ফ্লিক।  জার্মানির অনূর্ধ্ব-২১ দলের হয়ে ৫ ম্যাচে ৬ গোল করে নজরে আসেন ক্যামেরুনে জন্ম নেওয়া  ইউসুফা মুকোকো। চলতি মৌসুমে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে বুন্দেসলিগায় ১৩ ম্যাচে ৬ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন তিনি। টিমো ভারনারের চোটই মূলত কপাল খুলে দিয়েছে ইউসুফা মুকোকোর। বিশ্বকাপ স্কোয়াডে নিজের নাম দেখে বিশ্বাসই করতে পারছিলেন না এ তরুণ। ইনস্টাগ্রামে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মুকোকো লিখেছেন, ‘বিশ্বাসই হচ্ছে না! গত বছরের এই সময়ে আমি ইনজুরির সঙ্গে লড়াই করছিলাম। খেলারও খুব বেশি সময় পাচ্ছিলাম না। আমি ইতিবাচক থাকার চেষ্টা করেছি। জানতাম, আমি কী অর্জন করতে পারি। এবং সত্যিটা হলো আমি বিশ্বকাপে যাচ্ছি। এটা এমন এক স্বপ্ন যা একজন খেলোয়াড় সারাজীবন দেখে থাকেন।’ 

জার্মানির বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার, মার্ক-আন্দ্রে টার স্টেগান, কেভিন ট্রাপ; ডিফেন্ডার: আরমেল বেলা-কোচাপ, মাথিয়াস গিন্টার, ক্রিস্টিয়ান গান্টার, থিলো কেহরার, লুকাস ক্লোস্টারম্যান, ডেভিড রাউম, অ্যান্টনি রুডিগার, নিকো শ্লোটার, নিকলাস সুল; মিডফিল্ডার: হুলিয়ান ব্রান্ট, নিকলাস ফুলক্রুগ, লিওন গোরেৎস্কা, মারিও গোটসা, ইলকাই গুন্ডোয়ান, হোনাস হফম্যান, জশুয়া কিমিখ, জামাল মুসিয়ালা; ফরোয়ার্ড: করিম আদেমি, সার্জ নার্বি, কাই হাভার্টজ, ইউসুফা মুকোকো, টমাস মুলার, লেরয় সানে ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom