কুমিল্লায় সাংবাদিক খুনের ঘটনায় গ্রেপ্তার ৪
আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন।
প্রথম নিউজ, কুমিল্লা : কুমিল্লায় সাংবাদিক মহিউদ্দিন সরকার হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে দুজন এজাহার নামীয় আসামি রয়েছেন। আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাত ১১ টায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত এজাহার নামীয় আসামীরা হলেন মো. ফরহাদ মৃধা (৩৮) ও মো. পলাশ মিয়া (৩৪)। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিষয়ে আজ (শুক্রবার) দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, বুধবার (১৩ এপ্রিল) রাতে কুমিল্লার শংকুচাইলের ভারতীয় সীমান্তে দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক মহিউদ্দিন সরকার নিহত হন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews






