কারাবন্দী অবস্থায় মৃত্যুবরণকারী বিএনপি নেতা শফি মাস্টারের পরিবারের সাথে সাক্ষাত করলেন জয়নাল আবেদীন
প্রথম নিউজ, ঢাকা: নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং অবৈধ তফসিল বাতিলের দাবিতে আন্দোলনের সময় গ্রেফতার হয়ে কারাবন্দী অবস্থায় মৃত্যুবরণকারী গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা বিএনপি নেতা শফি মাস্টার এর পরিবারের সাথে সাক্ষাত করেন বিএনপির ভাইস-চেয়ারম্যান এডভোকেট জয়নাল আবেদীন।
আজ সোমবার গাজীপুরে কারাবন্দী অবস্থায় মৃত্যুবরণকারী গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা বিএনপি নেতা শফি মাস্টারের বাড়িতে তিনি এ সাক্ষাৎ করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী সাইয়েদুল আলম বাবুল, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু, নির্বাহী সদস্য ওমর ফারুক সাফিন, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান,সহ সভাপতি ইজাদুর রহমান মিলন,কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান পেরা,অ্যাডভোকেট ইকবাল শেখসহ গাজীপুর জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।






