কালিয়ায় কুপিয়ে যুবকের কবজি বিচ্ছিন্ন
শনিবার সকালে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চন্দ পুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
প্রথম নিউজ, নড়াইল: কালিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষরা কুপিয়ে সাফায়েত শেখ ওরফে সারাফ শেখ নামে এক যুবকের বাম হাতের কবজি বিচ্ছিন্ন করেছে। এছাড়া ধারালো অস্ত্রের কোপে তার ডান হাতের কবজি ও দুই পা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার সকালে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চন্দ পুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ সময় সারাফের ভাই ফুল মিয়া শেখসহ শামীম শেখ, পলাশ শেখ ও লোকমান হোসেনকে মারাত্মক জখম করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে চাঁচুড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌরুত মোল্যাকে আটক করেছে পুলিশ। মারাত্মক আহত সারাফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতাল এবং শামীম শেখকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের নড়াইল আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা সবাই পুরুলিয়া ইউনিয়নের চন্দ পুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চন্দ পুর গ্রামের মহাসীন মোল্যা ও রবিউল মোল্যা গ্রুপের সঙ্গে আতাউর মৃধা ও লায়েক শেখ গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শনিবার সকাল ৭টার দিকে আতাউর গ্রুপের সারাফ কর্মস্থল চাঁচুড়ী বাজারের ঈগল পরিবহণের টিকিট কাউন্টারে যান। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষ গ্রুপের মহাসীন মোল্যা ও রবিউল মোল্যার নেতৃত্বে কয়েকজন দেশি অস্ত্র নিয়ে সারাফের ওপর হামলা চালায়। প্রাণ ভয়ে সারাফ দৌড় দিলে আজেয়ার মোল্যার বাড়ির সামনে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার বাম হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়। এ ছাড়া ডান হাতের কবজি ও দুই পা কেটে শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে নড়াইল আধুনিক সদর হাসপাতাল এবং পরে ঢাকার পঙ্গু হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এছাড়া সারাফের ভাইসহ চারজনকে কুপিয়ে জখম করে হামলাকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, এখন পরিস্থিতি শান্ত। ঘটনাস্থল থেকে তৌরুত মোল্যা নামে একজনকে আটক করা হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।






