গাজার একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নিহত ২৯
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকার শেজাইয়ায় একটি বাড়িতে ইসরায়েলি বাহিনীর বর্বর বিমান হামলায় শিশুসহ কমপক্ষে ২৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে আল-জাজিরা এ খবর জানিয়েছে। গাজা শহরের পূর্ব উপকণ্ঠে একটি বহুতল আবাসিক ভবনে হামলায় আরও কয়েক ডজন আহত হয়েছে। ধারণা করা হচ্ছে, এখনো অনেকে নিখোঁজ এবং ভবনের ধ্বংসাবশেষের নিচে আটকা পড়ে আছেন। হামলায় আশেপাশের আরও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও ধারণা করা হচ্ছে।






