‘গত ৪ মাসে র্যাবের ১৬ সদস্য আটক’
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সমসাময়িক বিষয় এবং সাম্প্রতিক আভিযানিক কার্যক্রম সম্পর্কে র্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: বিভিন্ন অপরাধে গণঅভ্যুত্থানের পর গত চার মাসে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ১৬ জন সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সমসাময়িক বিষয় এবং সাম্প্রতিক আভিযানিক কার্যক্রম সম্পর্কে র্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।






