গ্রামবাসীর হামলায় এসিল্যান্ড হাসপাতালে, ইউএনওর গাড়ি ভাঙচুর
সিরাজগঞ্জের শাহজাদপুরে গ্রামবাসীর হামলায় সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান গুরুতর আহত হয়েছেন

প্রথম নিউজ, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে গ্রামবাসীর হামলায় সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ভাঙচুর করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের আশ্রয়ণ প্রকল্প নির্মাণের লক্ষ্যে রোববার (২১ আগস্ট) সকালে আমি ও এসিল্যান্ড সরেজমিন পরিদর্শনে যাই। এ সময় এলাকার কিছু উঠতি বয়সী যুবক ও নারীরা পথরোধ করে ও অশালীন আচরণ করে। একপর্যায়ে পেছন থেকে অতর্কিত হামলা চালিয়ে আমার গাড়ি ভাঙচুর করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে এসিল্যান্ডের মাথা ফেটে যায়। দ্রুত এসিল্যান্ডকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews