চট্টগ্রামে আ.লীগ ও ছাত্রলীগের ৩৩ নেতাকর্মী গ্রেফতার

প্রথম নিউজ, চট্টগ্রাম: চট্টগ্রামে ‘অপারেশন ডেভিল হান্টে’ ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গণসংযোগ শাখা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
গ্রেফতাররা হচ্ছেন- কোতোয়ালি থানার আসামি হাসান মুরাদ, উমর ফারুক, জসিম উদ্দিন, সাজ্জাদ হোসেন রিফাত ওরফে রাশেদ, বাকলিয়া থানার আসামি গোলজার হোসেন, আনোয়ার হোসেন, আবদুল আজিজ, চকবাজার থানার আসামি মহসীন উদ্দিন টুকু, চান্দগাঁও থানার আসামি সালমান হাসান শাওন, শাহিন কবির, জাওয়াদুল করিম খাঁন, শাহিন কবির, বেলাল হোসেন ওরপে হেলাল।
বায়েজিদ বোস্তামী থানার আসামি ইব্রাহিম, সোহাগ, ডবলমুরিং মডেল থানার আইনের সহিত সংঘাতে জড়িত এক শিশু, সাকিব, নয়ন, জাহিদুল ইসলাম, নাজিম উদ্দিন, রাব্বি, আবুল কাশেম, রবিউল হাসান, আকবরশাহ্ থানার আসামি আজাদ, হালিশহর থানার আসামি রাজু, বাবলু।
বন্দর থানার আসামি নুরুল আবছার, ইপিজডে থানার আসামি বিক্রম মিত্র, পাহাড়তলী থানার আসামি জানে আলম ওরফে ফেরদৌস। কর্ণফুলী থানার আসামি বিশ্বজিৎ নাথ। খুলশী থানার আসামি সুমন, পাচঁলাইশ মডেল থানার আসামি ফয়সাল ও সদরঘাট থানার আসামি আরমান।
এডিসি (গণসংযোগ) মাহমুদা বেগম জানান, নগরীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসীবিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।