চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু

 চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু

প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মেহেদী হাসান নামের তিন বছর দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওই শিশুর মৃত্যু হয় বলে জানিয়েছে চট্টগ্রাম সিভিল সার্জন অফিস। এ নিয়ে চলতি মাসে চট্টগ্রামের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় ৬ জনের মৃত্যু হয়। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ৪৫ জনের ডেঙ্গু আক্রান্ত হয়েছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিসের প্রকাশিত শনিবারের (১১ নভেম্বর) প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী চলতি বছর এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯২ জনে। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৪ জন। আক্রান্তদের মধ্যে বর্তমানে ১৬৩ জন চট্টগ্রামের সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি ১২ হাজার ৮৪১ জন সুস্থ হয়ে ফিরে গেছেন।

প্রতিবেদন অনুযায়ী, ২৯ জন সরকারি হাসপাতালে এবং ১৬ জনের বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ডেঙ্গু শনাক্ত হয়। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৭৪ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ১৩ জন, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ১৪ জন, চট্টগ্রাম কম্বাইন্ড মিলিটারি হাসাপাতালে (সিএমএইচ) ২২ জন, বিভাগীয় পুলিশ হাসপাতালে ১০ জন, চট্টগ্রামের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৮ জন এবং প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালগুলোতে ২২ জন চিকিৎসাধীন রয়েছে।

চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুমন বড়ুয়া জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত সোমবার মেহেদী হাসান নামে নগরীর পাহাড়তলী এলাকার এক শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় ওই শিশু মারা যায়। ডেঙ্গুর পাশাপাশি ওই শিশুর কিডনি এবং লিভার জটিলতা তৈরি হয়েছিল বলে চিকিৎসকদের উদ্বৃতি দিয়ে তিনি জানান।