তুরস্কে ৬৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: তুরস্কে ২০১৬ সালের সেনা অভ্যুত্থান চেষ্টায় জড়িত এমন একটি গ্রুপের সঙ্গে সংযুক্ত থাকার অভিযোগে ৬৩ জন সক্রিয় সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। দেশটির প্রধান পাবলিক প্রসিকিউটরের অফিস জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে চারজন কর্নেল রয়েছেন। তারা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর বাহিনীর সদস্য। ২০১৬ সালের জুলাই মাসে বিদ্রোহী সামরিক ইউনিট আঙ্কারা ও ইস্তাম্বুলে সড়কে নেমে সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা চালায়। এতে প্রায় ২৯০ জন নিহত হয়।






