থাইল্যান্ডকে গুড়িয়ে দিয়ে বাংলাদেশের রেকর্ড জয়
প্রথম নিউজ, খেলা ডেস্ক: বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের নারীদের শুরুটা হলো রেকর্ডময় এক জয়ে। নারী ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি করেন নিগার সুলতানা জ্যোতি। তার সঙ্গে শারমিন শুপ্তার অপরাজিত ৯৪ রানে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ ২৭১ রান সংগ্রহ করে বাংলাদেশ। এরপর ফাহিমা খাতুন-জান্নাতুল ফেরদৌসের ঘূর্ণিতে ৯৩ রানে গুটিয়ে দিয়ে ১৭৮ রানের সর্বোচ্চ রানের জয় তুলে নেয়। এর আগে বাংলাদেশের সর্বোচ্চ রানের জয়ের রেকর্ড ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে ২০২৪ সালে মিরপুরে ১৫৪ রানের।






