দেশকে বাঁচাতে হলে সরকারের পতন ঘটাতে হবে: ডা. জাহিদ

ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম এখন মানুষের নাগালের বাইরে। সরকারের লোকজনের লুটপাট আর দুর্নীতির কারণে দেশের অর্থনীতি আজ ধ্বংস হয়ে গেছে। দেশের মানুষ এখন আর ভালো নেই, সবাই তাকিয়ে আছে শেখ হাসিনার পতনের দিকে। দেশকে বাঁচাতে হলে এ সরকারের পতন ঘটাতে হবে।

দেশকে বাঁচাতে হলে সরকারের পতন ঘটাতে হবে: ডা. জাহিদ

প্রথম নিউজ, দিনাজপুর: বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম এখন মানুষের নাগালের বাইরে। সরকারের লোকজনের লুটপাট আর দুর্নীতির কারণে দেশের অর্থনীতি আজ ধ্বংস হয়ে গেছে।  দেশের মানুষ এখন আর ভালো নেই, সবাই তাকিয়ে আছে শেখ হাসিনার পতনের দিকে। দেশকে বাঁচাতে হলে এ সরকারের পতন ঘটাতে হবে। আওয়ামী লীগের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে ও ১০ দফা দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে তিনি আজ দিনাজপুরের নাবগঞ্জ, বিরামপুর ও হাকিমপরে ইউনিয়ন পর্যায়ে লিফলেট বিতরণ ও অবস্থান কর্মসুচি পালনকালে এসব কথা বলেন। পরে তিনি গরীব ও অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রি বিতরণ করেন।


ডা. জাহিদ হোসেন আরও বলেন, তথাকথিত উন্নয়নের নমুনা হলো টিসিবির লম্বা লাইন। সেই লাইনে এখন মধ্যবিত্তরাও দাড়াঁতে বাধ্য হচ্ছে। কতিপয় আওয়ামী লীগের নেতা ছাড়া সবাই কষ্টে দিনাতিপাত করছে। নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন,  বিনা আন্দোলনে ফ্যাসিবাদ থেকে মুক্তি পাওয়ার নজির সারা দুনিয়ার কোথাও নেই। আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে। জনগণ তাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। হাসিনা সরকারের অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে। এ অবস্থায় আন্দোলনের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা এগিয়ে যেতে চাই।
কর্মসুচিতে অংশ নেন  উপজেলা বিএনপি নেতা আতিকুর রহমান, তুর্কি ইসলাম, ইকবাল হোসেন, শফিকুল আলম মামুন, খলিলুুর রহমান, আবু তাহের কারী, সিরাজুল ইসলাম, শাবানা বেগম, নুরুল ইসলাম , সাজ্জাদ আাল মামুন, কবিরুল, মুক্তাদির আলম বকুল, ,মতি, মাহফুজসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অংগ সংগঠনের নেতা-কর্মীরা।