নওয়াজের ঘূর্ণিজাদুতে সিরিজ জিতল পাকিস্তান
১২০ রানের বিশাল ব্যবধানে জয় নিয়ে ঘরের মাঠে সিরিজ নিজের করে নিল পাকিস্তান
প্রথম নিউজ, ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটের যুগে ৫০ ওভারে ২৭৬ রানের টার্গেট আহামরি কিছু নয়। বিশেষ করে টি-টোয়েন্টি স্পেশালিস্ট ওয়েস্ট ইন্ডিজের কাছে।
কিন্তু মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে উল্টোটাই ঘটল।
আউট হওয়ার মিছিলে নাম লিখিয়ে ম্যাচ হারল সফরকারীরা। সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজও হারল নিকোলাস পুরানের দল।
আর ১২০ রানের বিশাল ব্যবধানে জয় নিয়ে ঘরের মাঠে সিরিজ নিজের করে নিল পাকিস্তান।
এ সিরিজ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ফর্মের তুঙ্গে রয়েছেন তিনি। ম্যাচে ৯৩ বলে ৫টি বাউন্ডারি আর এক ছক্কায় ৭৭ রান করেছেন তিনি। শুক্রবারের আগে সবশেষ তিন ওয়ানডে ম্যাচে হ্যাটট্রিক সেঞ্চুরি করেছেন।
ওপেনার ইমাম-উল-হবের ৭২ ও বাবরের ৭৭ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ২৭৫ রান সংগ্রহ করে পাকিস্তান।
আর ২৭৬ রানের তাড়ায় নিজেদের উইকেট বিলিয়ে দিয়ে আসেন উইন্ডিজ ব্যাটাররা।
কাইল মেয়ার্স ও শামরাহ ব্রুকস ছাড়া আর কেউই বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেননি পাকিস্তানি বোলারদের তোপে।
৩২.২ ওভারে মাত্র ১৫৫ রানে অল-আউট হয়ে যায় ক্যারিবীয়রা। শুরুতেই শাহিন আফ্রিদির বলে ফখর জামানের হাতে ক্যাচ দিয়ে মাত্র ৪ রানে ফেরেন হার্ডহিটার শাই হোপ। এরপর হাল ধরেন ব্রুকস ও মায়ের্স। তারা দুজনে যথাক্রমে ৪২ ও ৩৩ রান করেন। অধিনায়ব নিকোলাস পুরান ২৫ রান করেন।
মূলত: অর্থডক্স বোলার মোহাম্মদ নওয়াজ ও পেসার মোহাম্মদ ওয়াসিমেই ধরাশায়ী হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
১০ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন নওয়াজ। আর পেসার ওয়াসিম মাত্র ৪.২ ওভারেই ৩ উইকেট হাতিয়ে নিয়েছেন। এছাড়া দলের অন্যতম সেরা স্পিনার শাদব খান দখল করেছেন ২টি উইকেট। একটি উইকেট পেলেও কিপটে বোলিং করেছেন শাহিন শাহ আফ্রিদি। ৪ ওভার করে ১৭ রান দিয়েছেন তিনি।
দুর্দান্ত বোলিং করে বাবর ও ইমামের হাফসেঞ্চুরির কীর্তিকে পেছনে ফেলে ম্যাচসেরা হয়েছেন স্পিনার নওয়াজ।
এর আগে নিজেদের ইনিংসে বাবর আজমের মতো দারুণ ব্যাটিং করেছেন ওপেনার ইমাম-উল-হক।
সবশেষ চার ওয়ানডেতে (১০৩, ১০৬, ৮৯* ও ৬৫) দুই সেঞ্চুরি আর দুই ফিফটি তুলে নেওয়া ইমাম এদিনও তুলে নেন ফিফটি।
রান আউট হয়ে সাজঘরে ফেরার আগে ৭২ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৭২ রান করেন ইমাম। তার আগে দ্বিতীয় উইকেটে অধিনায়ক বাবর আজমের সঙ্গে গড়েন ১২০ রানের জুটি।
২৫ রানে ফখর জামানের উইকেট হারায় পাকিস্তান। এরপর বাবর-ইমামের জুটিতে খেলায় ফেরা পাকিস্তানের এক সময় রান ছিল এক উইকেটে ১৪৫। এরপর মাত্র ৬২ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে কোণটাসা হয়ে পড়ে স্বাগতিকরা।
মিডল অর্ডারে ব্যাটিংয়ে নামা মোহাম্মদ রিজওয়ান (১৫), মোহাম্মদ হারিস (৬), মোহাম্মদ নওয়াজ (৩), শাদাব খান (২২) ও খুশদিল শাহরা (২২) দায়িত্বশীল ব্যাটিংয়ে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২৭৫ রানে থামে পাকিস্তান।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews






