পুলিশ কর্মকর্তা নিহতে সার্বিয়াকে দায়ী করছে কসোভো
প্রথম নিউজ, ডেস্ক : কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তি দাবি করে বলেছেন, সার্বিয়ার হামলায় তাদের এক পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। হামলায় ভারী অস্ত্র ব্যবহার করেছে দেশটি। লেপোসাভিকের উত্তরাঞ্চলীয় বানজস্কা গ্রামে ঘটনাটি ঘটেছে।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রবিবার স্থানীয় সময় রাত ৩টার দিকে গুলির ঘটনাটি ঘটেছে। বিবৃতিতে পুলিশ জানায়, খবর পাওয়া মাত্রই তারা সার্বিয়ার সীমান্তের কাছে বানজস্কায় পৌঁছায়। পুলিশ কর্মকর্তারা বিভিন্ন দিক থেকে হামলার মুখে পড়েন।
কসোভোর প্রেসিডেন্ট ভজোসা ওসমানি দাবি করেছেন, সার্বিয়ার অপরাধীরা গুলি ছুড়েছে। নিরাপত্তা বাহিনীর ওপর হামলা কসোভোর সার্বভৌমত্বের বিরুদ্ধে হামলা।
কসোভোর ওপর হামলায় তাৎক্ষণিক সার্বিয়ার প্রতি নিন্দা জানিয়েছেন তিনি। একইসঙ্গে দেশটিকে সমর্থন করতে মিত্রদের আহ্বান জানান প্রেসিডেন্ট ভজোসা।
পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে দুই দেশ। তবে সার্বিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে পাওয়া যায়নি।
উল্লেখ্য, কসোভোর আলবেনীয় বিদ্রোহীদের বিরুদ্ধে সার্ব বাহিনীর যুদ্ধ শেষ হয় ১৯৯৮ থেকে ১৯৯৯ সালে। ওই যুদ্ধে সার্বিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান চালায় ন্যাটো। এতে কসোভো থেকে পিছু হটতে বাধ্য হয় দেশটি। ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে সার্বিয়া থেকে পৃথক হয় কসোভো। সার্বিয়া ২০০৮ সালে কসোভোর স্বাধীনতার একতরফা ঘোষণাকে স্বীকৃতি দিতে অস্বীকার করে।






