ফিলিপাইনে বন্যা-ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৯৮

ফিলিপাইনে বন্যা-ভূমিধসে বিধ্বস্ত এলাকা থেকে আরও মরদেহ উদ্ধার করা হয়েছে

 ফিলিপাইনে বন্যা-ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৯৮
 ফিলিপাইনে বন্যা-ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৯৮-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : ফিলিপাইনে বন্যা-ভূমিধসে বিধ্বস্ত এলাকা থেকে আরও মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। এর আগে দেশটিতে ক্রান্তীয় ঝড় ‌‘নালগায়ে’ আঘাত হানে। খবর আল-জাজিরার।

দেশটির দুর্যোগ সংস্থা জানিয়েছে, বন্যা ও ভূমিধসের কারণে অর্ধেকেরও বেশি প্রাণহানি ঘটেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের গ্রামগুলো।

স্বায়ত্তশাসিত বাংসামোরো অঞ্চলে ৫৩ জন মারা গেছে। সেখানে এখনো ২২ জন নিখোঁজ রয়েছে।

দুর্যোগ সংস্থা আরও জানিয়েছে, বন্যায় ফিলিপাইনজুড়ে এখনো ৬৩ জন নিখোঁজ রয়েছেনে। পাশাপাশি এতে আহত হয়েছেন ৬৯ জন।

এর আগে বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, শনিবার (২৯ অক্টোবর) ও রোববার (৩০ অক্টোবর) দুর্যোগের আশঙ্কা থাকায় প্রায় পাঁচ হাজার মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

ফিলিপাইন ভূমিধস ও বন্যাপ্রবণ দেশ। ক্রান্তীয় জলবায়ুর কারণে এখানে বছরে গড়ে ২০টি টাইফুন আঘাত হানে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom