বিদ্যুতের দাম বৃদ্ধিতে গণসংহতি আন্দোলনের প্রতিবাদ
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে গত ১৪ বছরে পাইকারি পর্যায়ে ১০ বার এবং খুচরা পর্যায়ে ১১ বার বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
প্রথম নিউজ, ডেস্ক: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, এক মাসে দুইবার বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে এবং লাইফ লাইনে থাকা অতি দরিদ্র মানুষের বিদ্যুতের দামে হাত দিয়ে চরম স্বেচ্ছাচারিতার প্রকাশ ঘটালো বর্তমান জবাবদিহিতাহীন অগণতান্ত্রিক সরকার। বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে সাকি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে গত ১৪ বছরে পাইকারি পর্যায়ে ১০ বার এবং খুচরা পর্যায়ে ১১ বার বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে। তিনি বলেন, ন্যূনতম জবাবদিহিতার পদ্ধতি হিসেবে বিইআরসি-তে গণশুনানির আয়োজন করা হতো। ভোক্তাসহ বিভিন্ন অংশীজনদের মতামত শোনার সুযোগ ছিলো। এখন সেটাও বন্ধ করে সরকারের একক সিদ্ধান্তে সব রকম জ্বালানীর মূল্য বৃদ্ধি করছে। জবাবদিহিতাহীন সরকার তাদের দুর্নীতি ও ভুলনীতির দায় সাধারণ মানুষের ওপর চাপাতে আর কোনো রাখঢাক রাখতে চাইছে না।
তিনি আরও বলেন, চলতি মাসে ইতিমধ্যে বাণিজ্যিক খাতে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে। এক মাসে তিনবার দুই ধরনের জ্বালানীর মূল্য বৃদ্ধি সাধারণ মানুষকে খাদের কিনারে নিয়ে ঠেকিয়েছে। দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতির ফলে মানুষ প্রায় অনাহারে, সেখানে নতুন করে সরকার নিজেই বাড়তি খরচ চাপিয়ে দিচ্ছে। শুধু তাই নয় লাইফ লাইনে থাকা অতি দরিদ্র মানুষকেও সরকার আর রেহাই দিতে চাইছে না। তাদের মৌলিক চাহিদার দায় দায়িত্ব নিতে পারলেও বাড়তি খরচের বোঝা চাপিয়ে দেয়া হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
Feb 16, 2022
Oct 29, 2021