বুধবার আন্দোলনকারীদের নতুন কর্মসূচি ‘মার্চ ফর জাস্টিস’
আজ মঙ্গলবার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে নতুন এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
প্রথম নিউজ, অনলাইন: দেশের সকল আদালত, ক্যাম্পাস এবং রাজপথে বুধবার 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। হত্যা, গণপ্রেপ্তার, হামলা, মামলাসহ জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। আজ মঙ্গলবার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে নতুন এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে সারা দেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী, পেশাজীবী, শ্রমজীবী ও সকল নাগরিককে কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতা ও দাবি আদায়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করার অনুরোধ জানানো হয়। এর আগে সোমবার কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহতদের স্মরণে সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
Feb 16, 2022
Oct 29, 2021