বাবা-মাকে বেঁধে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ

প্রথম নিউজ, নোয়াখালী: নোয়াখালীর সুর্বণচরে বাড়তিে হামলা চালয়িে ১৫ বছররে কশিোরীকে সংঘবদ্ধ র্ধষণরে ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে এই ঘটনা ঘটে। জাতীয় জরুরী সবো ৯৯৯ কল দওেয়ার পর চর জব্বর থানা পুলশি ভুক্তভোগী কশিোরী ও তার বাবা-মাকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় কশিোরীকে নোয়াখালী জনোরলে হাসপাতালে র্ভতি করা হয়েছে। পরবিাররে অভিযোগ, স্থানীয় সন্ত্রাসী হোসনে বাহনিী ও তার লোকজন হামলা ও র্ধষণে জড়তি। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে। জাতীয় জরুরী সবো ৯৯৯ কল দওেয়ার পর চর জব্বর থানা পুলশি ভুক্তভোগী কশিোরী ও তার বাবা-মাকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় কশিোরীকে নোয়াখালী জনোরলে হাসপাতালে র্ভতি করা হয়েছে। পরবিাররে অভযিোগ, স্থানীয় সন্ত্রাসী হোসনে বাহনিী ও তার লোকজন হামলা ও র্ধষণে জড়তি। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে। পুলিশ ও স্থানীয়রা জানান, ভুক্তভোগী কিশোরীর বাবার আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর দখলে নেন স্থানীয় হোসেন। শনিবার রাতে কিশোরীর বাবা পরিবার নিয়ে আশ্রয়ণ প্রকল্পে এসে দখলে নেওয়া ঘরের তালা ভেঙে ঘরে ঢোকেন।
ভুক্তভোগীর পরিবার জানায়, ঘটনার জের ধরে হোসেন তার বাহিনীর ৪০-৫০ জন সন্ত্রাসী নিয়ে রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তার আশ্রয়ণ প্রকল্পের ঘরের সামনে আসে। এ সময় মোয়াজ্জেম নামের এক ব্যক্তি দরজা খুলতে বলেন। এসময় ১০-১৫ জন লোক ঘরে ঢুকে বাবা-মাকে বেদম মারধর করে হাত পা বেঁধে রাখে। কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ভুক্তভোগী কিশোরীর বাবা-মা বর্বরোচিত এই ঘটনার কঠিন শাস্তি চান। নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, কিশোরী হাসপাতালে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থা গুরুতর।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর নিয়ে তাদের মধ্যে বিবাদ ছিল। চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জয়নাল আবেদীন বলেন, রাতে ৯৯৯ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews