ব্রাজিল বিশ্বকাপ শুরুর সময় নির্ধারণ
প্রথম নিউজ, খেলা ডেস্ক : এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের পর্দা উঠবে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। ২০২৭ সালের মাঝামাঝিতে ফুটবলের রাজ্যে উঠবে এই টুর্নামেন্টের পর্দা। এই টুর্নামেন্টের শুরুর এবং শেষের তারিখ ঘোষণা করেছে ফিফা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ঘোষিত সূচি অনুসারে ২০২৭ সালের ২৪ জুন বিশ্বকাপের পর্দা উঠবে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ জুলাই। টানা ৩২ দিনব্যাপী চলবে এই আয়োজন। টুর্নামেন্টের সময়সূচি এবং ভেন্যু চূড়ান্ত করতে আগামী বছর ড্র অনুষ্ঠিত হবে। এরপর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি।






