বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়
দলীয় সংগ্রহ ৫০’র কোঠা ছোঁয়ার আগেই পাঁচ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

প্রথম নিউজ, খেলা ডেস্ক: স্কোরবোর্ডে তাকালে বোঝার উপায় নেই এই বাংলাদেশই দাপুটে ব্যাটিংয়ে টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে কিংবা টানা দুই জয়ে সিরিজ নিশ্চিত করেছে আয়ারল্যান্ডের বিপক্ষে। আইরিশদের হোয়াইটওয়াশ করতে নেমে উল্টো ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা। দলীয় সংগ্রহ ৫০’র কোঠা ছোঁয়ার আগেই পাঁচ উইকেট হারিয়েছে বাংলাদেশ। তিন টপ অর্ডার ব্যাটার রনি, লিটন এবং শান্তর ব্যর্থতার পর অধিনায়ক সাকিব আল হাসান ৬ এবং তাওহীদ হৃদয় আউট হন ১২রানে। ৯ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬১ রান।
২৪ রানে ৩ উইকেট নেই বাংলাদেশের
আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার মিশনে নেমে ব্যাটিংয়ে ধুঁকছে বাংলাদেশ। মাত্র ৪১ রানে ৫ উইকেট হারিয়েছে টাইগাররা। লিটন দাস ৫, নাজমুল হোসেন শান্ত ৪ এবং রনি তালুকদার ১৪ রানে আউট হন। ৫.৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪১ রান।
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, রিশাদের অভিষেক
আয়ারল্যান্ডের বিপক্ষে টানা দুই জয়ে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আইরিশদের হোয়াইটওয়াশ করার মিশনে আজ টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তৃতীয় টি-টোয়েন্টিতে লেগ স্পিনার রিশাদ হোসেনের অভিষেক হচ্ছে। দলে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (উইকেটরক্ষক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং শরিফুল ইসলাম।
আয়ারল্যান্ড একাদশ
পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডায়ার, লরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, মার্ক অ্যাডায়ার, গ্যারেথ ডেলানি, ফিওন হ্যান্ড, ম্যাথিউ হামফ্রেস এবং বেন হোয়াইট।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: