বিস্ফোরক মামলায় খালাস পেলেন মির্জা ফখরুলসহ ৮ জন
বুধবার (২ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির শুনানি হয়।
প্রথম নিউজ, অনলাইন: পল্টন থানার গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৮ জনকে খালাস দিয়েছেন আদালত। বুধবার (২ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির শুনানি হয়। শুনানি শেষে মামলা থেকে তাঁদের খালাস দেন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত। বিএনপি পক্ষের আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।






