ভারত-পাকিস্তান পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রকাশ
প্রথম নিউজ, অনলাইন: কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার দুই সপ্তাহের মাথায় সামরিক সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। দুই দেশের মধ্যে চলমান এই সংঘাতময় পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ উদ্বেগ জানিয়েছে।






