ময়মনসিংহ মেডিকেল কলেজের ২৮ শিক্ষার্থী বহিষ্কার
শনিবার (৫ অক্টোবর) মেডিকেল কলেজের সভাকক্ষে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রথম নিউজ, ময়মনসিংহ: ক্যাম্পাস ও হোস্টেলে বিভিন্ন অপরাধে জড়িত হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) ২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) মেডিকেল কলেজের সভাকক্ষে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের নির্যাতন, ক্যাম্পাসে চাঁদাবাজি, মাদক সেবন ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে। এর মধ্যে কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. অনুপম সাহা ও তার অনুসারীরাও রয়েছেন।






