ময়মনসিংহের ভালুকায় মার্কেটে আগুন, ২৫ দোকান পুড়ে ছাই

ময়মনসিংহের ভালুকায় মার্কেটে আগুন, ২৫ দোকান পুড়ে ছাই
ময়মনসিংহের ভালুকায় মার্কেটে আগুন, ২৫ দোকান পুড়ে ছাই

প্রথম নিউজ, ভালুকা : ময়মনসিংহের ভালুকায় একটি মার্কেটে আগুন লেগে ২৫টি দোকান ও একটি প্রাইভেট কার পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে উপজেলার সীডস্টোর বাজারের আল মদিনা মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম। স্থানীয়দের বরাত দিয়ে জাহাঙ্গীর আলম বলেন, জুমার নামাজের পর মার্কেটে আগুন ও ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয় লোকজন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহায়তায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মার্কেটের ২৫টি দোকানের মালামাল এবং মার্কেটের সামনে পার্কিং করা একটি প্রাইভেটকার পুড়ে গেছে।  তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এবিষয়ে জেলা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. সেলিম মিয়া বলেন, আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।  

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom