রাঙ্গুনিয়ায় গুলির পর কুপিয়ে যুবলীগ নেতা হত্যা: আরও দুজন গ্রেফতার

প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যুবলীগ নেতা মনজুরুল ইসলাম টাক্কুল খুনের মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার দিনগত রাতে চট্টগ্রামের হাটহাজারী এবং নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাবের একটি টিম।
গ্রেফতাররা হলেন রাঙ্গুনিয়া থানার সৈয়দ বাড়ি এলাকা মো. আল আমিন ওরফে সাগর (৩০) এবং রাঙ্গুনিয়ার মুরাদনগর পাঠান পাড়া গ্রামের মো. ওবায়দুল কাদের ওরফে ওবায়দুল্লা ওরফে সুমন (৩৮)। এরমধ্যে সাগরকে চট্টগ্রামের হাটহাজারী থানার আব্বাছিয়া পুল এলাকা এবং সুমনকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার পাঁচলাইশ ওয়ার্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়।
র্যাব জানিয়েছে, নিহত মনজুরুল ইসলাম রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক প্রচার সম্পাদক। মনজুর এলাকায় বালু ব্যবসা করেন। বালু ব্যবসা নিয়ে দু-পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে গত রোববার বিকেল সাড়ে তিনটার দিকে রাঙ্গুনিয়ার শান্তিনিকেতন এলাকায় মনজুরুল এবং তার বন্ধু সেকান্দরকে গুলি এবং কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনজুরুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে আসামিরা পালিয়ে আত্মগোপন করেন। গোয়েন্দা নজরদারী ও তথ্য প্রযুক্তির মাধ্যমে মঙ্গলবার রাতে সাগর এবং সুমনকে গ্রেফতার করা হয়। তাদের বুধবার সকালে রাঙ্গুনিয়া থানায় সোপর্দ করা হয়। এর আগে সোমবার কুমিল্লা থেকে মামলার প্রধান আসামি মঈনুকে গ্রেফতার করা হয় বলে জানায় র্যাব।