রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

শুক্রবার রাত ৯টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী সীমান্তে এ ঘটনা ঘটে।

রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

প্রথম নিউজ, কুড়িগ্রাম: ভারতীয় সীমান্তরক্ষী বহিনীর (বিএসএফ) গুলিতে মতিয়ার রহমান (৩২) নামের এক গরু ব্যবসায়ী আহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী সীমান্তে এ ঘটনা ঘটে। আহত মতিয়ার একই ইউনিয়নের ছাট কড়াইবাড়ী গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। 

রৌমারী থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোশাইদ হোসেন জানান, বিষয়টি কয়েকজন আমাকে জানিয়েছে। খোঁজ নেওয়া হচ্ছে।