সৌদি আরব পাকিস্তানকে ২০০ কোটি ডলার ঋণ দিচ্ছে
আগামী ৭ দিনের মধ্যে এই অর্থ জমা হবে স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) একাউন্টে।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: পাকিস্তানকে ২০০ কোটি ডলার ঋণ দিচ্ছে সৌদি আরব। আগামী ৭ দিনের মধ্যে এই অর্থ জমা হবে স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) একাউন্টে। পাকিস্তানে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাইদ আল মালিকের সঙ্গে সম্প্রতি সাক্ষাত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর স্পেশাল এসিসট্যান্ট মুহাম্মদ জাওয়াদ সোহরাব মালিক। এ সময় পাকিস্তানকে দেয়া অকুণ্ঠ সমর্থনের জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাওয়াদ। সৌদি আরব ২০০ কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি দেয়ার জন্য তিনি দেশটির রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। পরে জাওয়াদ নিশ্চিত করেন যে, সৌদি আরবের এই ঋণ পাকিস্তানের বর্তমান আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে সহায়ক হবে। তিনি আরও বলেন, আইএমএফের মতো হবে না এই ঋণ। এটা হবে বন্ধুপ্রতীম দেশের ঋণ। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।






