সিলেটে আর্থিক সহায়তা পেলেন জুলাই বিপ্লবে শহীদদের পরিবার
শনিবার (৯ নভেম্বর) সকাল ১০ টায় সিলেট জেলা প্রশাসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা দেওয়া হয়।
প্রথম নিউজ, অনলাইন: সিলেটে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহিদ ৩৬ জনের তালিকার মধ্যে ১৮ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। শনিবার (৯ নভেম্বর) সকাল ১০ টায় সিলেট জেলা প্রশাসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা দেওয়া হয়। এ সময় ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও সাধারণ সম্পাদক সারজিস আলমের নেতৃত্বে ১৫ জনের একটি প্রতিনিধি দল এ অনুদান তুলে দেন।






