হাইতিতে অপরাধী চক্রের হামলা, নিহত ৭০
শুক্রবার (৪ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার অফিসের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক : হাইতিতে সশস্ত্র গোষ্ঠী গ্র্যান গ্রিফ নির্বিচারে বন্দুক হামলায় ৭০ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার অফিসের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, গ্র্যান গ্রিফ গ্যাং এর সদস্যরা রাজধানী পোর্ট-অ-প্রিন্সের প্রায় ৭১ কিলোমিটার উত্তর-পশ্চিমে কেন্দ্রীয় আর্টিবোনিট অঞ্চলের পন্ট-সোনডে শহরে তাণ্ডব চালায়।






