এ জে মোহাম্মদ আলী আর নেই

বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে বাংলাদেশ সময় ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ জে মোহাম্মদ আলী আর নেই

প্রথম নিউজ, অনলাইন: সাবেক অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে বাংলাদেশ সময় ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সিনিয়র এই আইনজীবীর মৃত্যুতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান গভীর শোক প্রকাশ করেছেন। প্রধান বিচারপতি  মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।