মহিন্দ্রা-নসিমন চলাচল বন্ধে খুলনায় সড়ক অবরোধ
ওসি বলেন, মহাসড়কে যাতে মহিন্দ্রা, ইজিবাইক ও নসিমন চলাচল করতে না পা সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

প্রথম নিউজ, খুলনা: মহাসড়কে ইজিবাইক, মাহিন্দ্রা ও নসিমন চলাচল বন্ধের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বাস, মিনিবাস, মাইক্রোবাস মালিক সমিতি এবং মোটর শ্রমিক ইউনিয়ন।
আজ শনিবার বেলা ১১টার দিকে খুলনার জিরো পয়েন্ট মোড়ে এলোপাতাড়ি বাস রেখে খুলনা সাতক্ষীরা মহাসড়ক, খুলনা-মংলা, খুলনা বাগেরহাটসহ একাধিক রুটে যানবাহন চলাচল বন্ধ করে দেন মালিক ও শ্রমিকরা। ফলে জিরো পয়েন্ট এলাকায় কয়েকশ’ যানবাহন আটকা পড়ে।
খুলনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ খান, শাখা সেক্রেটারি তাইজুল রাজা বলেন, আমরা দীর্ঘদিন ধরে মহাসড়কে মহিন্দ্রা, ইজিবাইক ও নসিমন চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছি। কিন্তু আমাদের দাবি মানা হয়নি। বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছি। দাবি আদায় না হলে আমাদের আন্দোলন চলবে।
দুপুর ১২টার দিকে সড়ক অবরোধের খবর পেয়ে নগরীর হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হকের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেন। ওসি বলেন, মহাসড়কে যাতে মহিন্দ্রা, ইজিবাইক ও নসিমন চলাচল করতে না পা সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews