৪০০ টাকা ছাড়ালো কাঁচা মরিচের দাম
কেজিতে ২০০ থেকে ২২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৮০-৪২০ টাকায়।
প্রথম নিউজ, অনলাইন : গোপালগঞ্জে কাঁচা মরিচের দাম একদিনের ব্যবধানে বেড়েছে ২০০ থেকে ২২০ টাকা। এতে সাধারণ ক্রেতাদের মধ্যে তৈরি হয়েছে অস্বস্তি। বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষরা। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভারত থেকে রপ্তানি বন্ধ হওয়ার কারণে দাম বেড়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। বৃহস্পতিবার (৩ অক্টোবর) গোপালগঞ্জ শহরের বড় বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। গতকাল বুধবার (০২ অক্টোবর) কাঁচা মরিচ ১৮০-২০০ টাকা কেজিতে বিক্রি হয়েছিল। কিন্তু আজ সেটি এক লাফে কেজিতে ২০০ থেকে ২২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৮০-৪২০ টাকায়। একদিনের ব্যবধানে কেজি প্রতি ২০০ টাকা দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।






