জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ

আজ মঙ্গলবার (২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল সোয়া ৯টায় ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রথম নিউজ, ঢাকা:  সারাদেশে বিদ্যুতের লোডশেডিং, জ্বালানির অব্যবস্থাপনার প্রতিবাদে সমাবেশ কর্মসূচিতে পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিমের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।

আজ মঙ্গলবার (২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল সোয়া ৯টায় ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশের সঞ্চালনা করছেন সংগঠনের সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে জড়ো হতে শুরু করতে দেখা যায়। নেতাকর্মীরা সরকার বিরোধী নানা স্লোগানের স্লোগানে মুখরিত করে তুলেছে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশস্থল। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে পল্টন মোড় থেকে শাহবাগগামী রাস্তা ও শাহবাগ থেকে পল্টনগামী রাস্তা চলাচলের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রসঙ্গত, ৩১ জুলাই সারাদেশে বিএনপির কর্মসূচিতে পুলিশের গুলিতে আহত হন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য আব্দুর রহিম। পরবর্তীতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom