তুলে নেওয়া ছাত্রদল নেতাদের গ্রেপ্তার দেখানো হলো
আজিমপুরের বাসা থেকে সাদা পোশাকে তুলে নেয়া হয় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম জিসানকে। তুলে নেয়ার পর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ ছিল।

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: নিখোঁজ হওয়া ছাত্রদল নেতাদের অস্ত্রসহ গ্রেপ্তারের দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সংস্থাটির দাবি এই নেতাদের অস্ত্রসহ আটক করা হয়েছে। তাদের কাছে তিনটি পিস্তল পাওয়া গেছে। অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের দুটি মামলায় তাদেরকে আদালতে পাঠানো হবে। এর আগে শুক্রবার রাত থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না এই নেতাদের। বিএনপি ও ছাত্রদলের নেতারা বলছেন, প্রথমে শুক্রবার আজিমপুরের বাসা থেকে সাদা পোশাকে তুলে নেয়া হয় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম জিসানকে। তুলে নেয়ার পর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ ছিল।
স্থানীয় থানা পুলিশ ও ডিবি’র কাছে দৌড়ঝাঁপ করে সন্ধান মিলেনি। নিখোঁজ হওয়ার বিষয়টি জানাজানির পর ছাত্রদলের ৫ জন নেতা খোঁজ নিতে জিসানের আজিমপুরের বাসায় যান। কিন্তু খোঁজ নিতে গেলে তাদেরকেও সাদা পোশাকে তুলে নেয়া হয়। এরপর থেকে তাদের কারোরই সন্ধান মিলছিল না। তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। গতকাল দিনভর নিখোঁজদের পরিবার, বিএনপি ও ছাত্রদলের নেতারা এ নিয়ে পৃথক পৃথক বিবৃতি দিয়েছেন। তারা আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্য করে আল্টিমেটামও দিয়েছেন। তবে পুলিশ, ডিবি ও র্যাব’র পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। কিন্তু গতকাল বিকালে মানবজমিন-এর কাছে এই নেতাদের অস্ত্রসহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবি গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার রিফাত রহমান শামীম। তিনি মানবজমিনকে বলেন, তিনটি অস্ত্রসহ এই নেতাদের আটক করা হয়েছে। রাতে লালবাগ থানায় দুটি মামলা হবে। আর আগামীকাল (আজ) সংবাদ সম্মেলনের বিষয়ে বিস্তারিত জানানো হবে।
মুমিনুল ইসলাম জিসান ছাড়া বাকী নেতারা হলেন-কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মো. হাসানুর রহমান, অমর একুশে হল শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রিয়াদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর ও বেসরকারি বিশ^বিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে অনতিবিলম্বে সহযোদ্ধাদের সন্ধান দিয়ে গণমাধ্যমের সামনে হাজির করার জোর দাবি জানান। পাশাপাশি আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর অতিউৎসাহী সদস্যদেরকে এ রকম ন্যক্কারজনক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে নিখোঁজ ছাত্রদল নেতাদের খোঁজ না পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বিরোধীদলীয় কোনো নেতাকর্মীকে বেআইনিভাবে আটকের পর অস্বীকার করা এখন অভ্যাসে পরিণত হয়েছে।
আওয়ামী শাসকগোষ্ঠী ক্ষমতায় থেকে এ ধরনের অমানবিক ঘটনা প্রতিদিন ঘটাচ্ছে। আটকের পর অস্বীকার করাটা অবৈধ আওয়ামী লীগ সরকার বিরোধীদল নিধনে মোক্ষম অস্ত্র হিসেবে ব্যবহার করছে। রিজভী অবিলম্বে তাদেরকে প্রকাশ্যে উপস্থিত করার জন্য আহবান জানিয়ে বলেন, এটি নিশ্চিত যে, তাদেরকে সরকারের এজেন্সিগুলোই তুলে নিয়ে গেছে। তিনি ওই ছয় নেতাকে পরিবারের কাছে ফেরত দেয়ার আহ্বান জানান।