দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ চালকের

নিহতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার বালিকান্দা গ্রামের আব্দুল হালিমের ছেলে আবু হাশেম (২৩) ও ভোলার চরফ্যাশন উপজেলার চরমন্ডল গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে মফিজুল ইসলাম (২৮)।

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ চালকের

প্রথম নিউজ, কিশোরগঞ্জ: ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে নরসিংদীর বেলাব উপজেলার মাহমুদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার বালিকান্দা গ্রামের আব্দুল হালিমের ছেলে আবু হাশেম (২৩) ও ভোলার চরফ্যাশন উপজেলার চরমন্ডল গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে মফিজুল ইসলাম (২৮)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় টাইলসবোঝাই ট্রাক ঢাকার দিকে এবং সিমেন্টবোঝাই ট্রাক সিলেটের দিকে যাচ্ছিল। পথে নরসিংদীর বেলাব উপজেলার মাহমুদাবাদ এলাকায় পৌঁছালে ট্রাক দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে কিশোরগঞ্জের ভৈরব ফায়ার সার্ভিস ও ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের ভেতর থেকে দুই চালকের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ দুটি ভৈরব হাইওয়ে থানায় নিয়ে আসে পুলিশ।

ভৈরব ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. আজিজুর রহমান বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের বডি কেটে ভেতর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করি। ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, নিহত দুই চালকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘুমন্ত অবস্থায় গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা হয়েছে বলে মনে হচ্ছে। দুটি ট্রাকই মালবোঝাই ছিল। নিহতদের পরিচয় পাওয়ার পর তাদের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom