দল ও সিনেট পদ ছাড়লেন পাকিস্তানে মনোনীত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী

প্রথম নিউজ ডেস্ক: পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী-মনোনীত আনোয়ারুল হক কাকার তার নিজের দল বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) সদস্যপদ ‘সারেন্ডার’ করেছেন। সিনেট থেকে পদত্যাগ করেছেন। টুইটারের নতুন নাম এক্সে তিনি লিখেছেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আমার ওপর যে মৌলিক দায়িত্ব এসেছে তার প্রয়োজনে বেলুচিস্তান আওয়ামী পার্টির সদস্যপদ সমর্পণ করছি এবং সিনেট থেকে পদত্যাগ করছি। এ সময় তিনি যাতে তার ওপর অর্পিত দায়িত্ব উত্তমভাবে সম্পন্ন করতে পারেন সে জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এর আগের দিন তার মনোনয়নকে যারা সমর্থন করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
আনোয়ারুল হক কাকার পাকিস্তানের ক্ষুদ্র প্রদেশ বেলুচিস্তান থেকে নির্বাচিত সিনেটর। তিনি উত্তম নৈতিক আদর্শের মানুষ। স্বল্প পরিচিত। কিন্তু সবাই তাকে বুদ্ধিমান হিসেবে মনে করেন। এমনকি তার প্রশংসা করেছেন সুপরিচিত সাংবাদিক হামিদ মীর।
বিদায়ী প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও বিদায়ী পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা রাজা রিয়াজের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক শেষে শনিবার তাকে মনোনয়ন দেয়ার কথা জানানো হয়। তার নাম প্রস্তাব করেন বিরোধী দলীয় নেতা রাজা রিয়াজ। কাকার একটি ছোট্ট প্রদেশের সিনেটর এবং তাকে নিয়ে কোনো বিতর্ক নেই বলে তার নাম প্রস্তাব করেন রাজা রিয়াজ। পাকিস্তানের সব শ্রেণির রাজনীতিকরা এই বাছাইকে স্বাগত জানিয়েছেন।
ওদিকে আনোয়ারুল হক কাকারকে মনোনীত করায় অসন্তোষ প্রকাশ করেছেন বেলুচিস্তান ন্যাশনাল পার্টি-মেঙ্গালের (বিএনপিএম) চেয়ারম্যান আখতার মেঙ্গাল। তিনি রোববার এ বিষয়ে অসন্তোষের কথা জানিয়েছেন। বলেছেন, এতে তার দল এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) মধ্যে দূরত্ব বাড়বে। পিএমএলএন প্রধান নওয়াজ শরীফকে লেখা চিঠিতে তিনি আরও বলেছেন, আপনারা এমন একজন ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন, যার জন্য আমাদের রাজনীতির দরজা বন্ধ হয়ে গেছে। এমন সিদ্ধান্তে আপনার সঙ্গে আমাদের দূরত্ব বৃদ্ধি পেয়েছে।