পুলিশের গুলিতে আহত আলমের মৃত্যু: ভোলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
আজ বুধবার বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর গ্রীন রোড কমফোর্ট হাসপাতালে লাইফ সাপোর্টে তিনি মারা যান।
প্রথম নিউজ, ঢাকা: বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতবিাদে ভোলায় বএিনপরি সমাবশেে পুলশিরে গুলতিে আহত জলো ছাত্রদলরে সভাপতি নুরে আলম আর নইে (ইন্নালল্লিাহৃি রাজউেন)। আজ বুধবার বকিলে সোয়া ৩টার দকিে রাজধানীর গ্রীন রোড কমর্ফোট হাসপাতালে লাইফ সার্পোটে তনিি মারা যান।
এদকিে পুলশি-বএিনপরি সংর্ঘষরে ঘটনায় আহত জলো ছাত্রদলরে সভাপতি নুরে আলমরে মৃত্যুর ঘটনায় আজ বৃহস্পতবিার ভোলায় সকাল-সন্ধ্যা হরতাল ডকেছেে জলো বএিনপ।ি আজ বুধবার বকিলে পৌনে ৫টার দকিে বএিনপরি র্কাযালয়রে সামনে ছাত্রদল সভাপতি নহিতরে প্রতবিাদে বক্ষিোভ সমাবশেে এ ঘোষণা দনে জলো বএিনপরি সভাপতি গোলাম নবী আলমগীর।
বষিয়টি নশ্চিতি করে জলো বএিনপরি যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবরি সোপান বলনে, ভোলা জলো বএিনপরি ডাকে বৃহস্পতবিার সকাল-সন্ধ্যা হরতাল পালতি হব।ে এছাড়া বৃহস্পতবিার সকাল থকেে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা র্অধনমতি রাখা হব।ে এছাড়া বএিনপি ও অঙ্গ সংগঠনরে নতোর্কমীরা কালোব্যাজ ধারণ করবনে। এদকি,ে ভোলা জলো ছাত্রদলরে সভাপতরি মৃত্যুর খবরে বএিনপি ও তার অঙ্গ সংগঠনরে নতোর্কমীরা জলো বএিনপরি র্কাযালয়রে সামনে থকেে প্রতবিাদ সমাবশে ও বক্ষিোভ মছিলি বরে করনে। মছিলিটি শহররে সদর রোড প্রদক্ষণি করে ক-েজাহান র্মাকটেরে সামনে দয়িে একই স্থানে গয়িে শষে হয়।
গত রোববার (৩১ জুলাই) বলো সাড়ে ১১টার দকিে জলো বএিনপরি র্কাযালয়রে সামনে পুলশি-বএিনপি সংর্ঘষরে ঘটনায় স্বচ্ছোসবেক দলরে এক নতো নহিত ও জলো ছাত্রদলরে সভাপতি নুরে আলমসহ র্অধশতাধকি বএিনপি ও অঙ্গ সংগঠনরে নতোর্কমী আহত হন। বুধবার বকিলে ৩টা ১০ মনিটিে ঢাকার গ্রনিরোড কমর্ফোট হাসপাতালে লাইফ সার্পোটে চকিৎিসাধীন ভোলা জলো ছাত্রদলরে সভাপতি নুরে আলম মারা যান।
উল্লেখ্য, রবিবার ভোলায় বিএনপি ঘোষিত বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল রহিম নিহত হন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews






