স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান

 আজ রোববার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান

প্রথম নিউজ, ঢাকা: এসএম জিলানীকে সভাপতি ও রাজীব আহসানকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি।

 আজ রোববার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। আংশিক কমিটির অন্য সদস্যরা হলেন, ১ নং সহসভাপতি ইয়াছিন আলী, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।

 এসএম জিলানী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগরের বর্তমান সভাপতি এবং রাজীব আহসান ছাত্র দলের সাবেক সভাপতি ছিলেন। 

২০১৬ সালে ২৭ অক্টোবর শফিউল বারী বাবুকে সভাপতি ও আবদুল কাদির ভুঁইয়া জুয়েলকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের নতুন আংশিক কমিটি করা হয়েছিলো। 

মেয়াদ শেষের একবছর ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর ১৪৯ সদস্যের আংশিক কমিটি ঘোষিত হয়েছিল। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শফিউল বারী বাবু মৃত্যুবরণ করলে মোস্তাফিজুর রহমানকে সভাপতি করা হয়।

 এছাড়া ঢাকা মহানগর দক্ষিন ও উত্তরের আংশিক কমিটিও অনুমোদন পায়। 

মহানগর দক্ষিনের সভাপতি হয়েছেন শফিউদ্দিন সেন্টু। সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক হয়েছেন।

উত্তরের সভাপতি হয়েছেন মো. আনোয়ার হোসেন। আজিজুর রহমান মোসাব্বিরকে সাধারণ সম্পাদক ও ফরিদ হোসেন করা হয়েছে সাংগঠনিক সম্পাদক।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom